Articles

Se7en Deadly Sins to Do in Python code

There are a lot of ways someone can make his (or her) Python code extremely difficult for himself and his fellow developers to work with and maintain. However, some are quite destructive by virtue. These ones are in my top-list.

➟ Read more





Korean to Bangla Transliteration

কোরিয়ান শেখার এক পর্যায়ে কোরিয়ান থেকে বাংলায় কোনো বর্নান্তকরন বা Transliteration এর খুব অভাব বোধ করছিলাম। Net এ অনেক ঘাটাঘাটি করেও কিছু পেলাম না :(

তাই আমার মত আম-জনতা যাতে নিজে নিজে কোরিয়ান ভাষার অ-আ-ক-খ  শুরু করতে পারে বা অনুশীলন করতে পারে। তাই নিজেই একটা সহজবোধ্য Transliteration চার্ট বানানোর সিদ্ধান্ত নিলাম।

আলহামদুলিল্লাহ, বর্তমানে এটা (আমি মনে করি) Beta-release অবস্থায় আছে। কেউ এটা দেখে শুরু করলে একবারে যা-তা অবস্থায় পড়বে না, আশা করি. Image file গুলো Download করে Print করে নিলে আপনার সুবিধা হবে।

আপনি আমার ব্লগে পা রেখেছেন বলে ধন্যবাদ. এই ব্লগ আপনার কোনো কাজে লাগলে আমার খুব ভালো লাগবে। আপনার যেকোনো মতামত, পরামর্শ, গালি(!), বা প্রশংসা আপনি নির্দিধায় আপনি comment এ করতে পারেন।

বি:দ্র: যে শব্দগুলোর অর্থ আমার জানা আছে, সেগুলো আমি চার্টে (বন্ধনীর) ভিতরে উল্লেখ করে দিলাম।

(স্বরবর্ণ অংশ)

korean-vowels-transliteration

(ব্যঞ্জনবর্ণ অংশ)

korean-consonents-transliteration

➟ Read more