I think ... - silver lininghttps://blog.kmonsoor.com/2021-12-02T01:30:00+06:00সহজ বাংলায় silver lining এর মানে2021-12-02T01:30:00+06:002021-12-02T01:30:00+06:00Khaled Monsoortag:blog.kmonsoor.com,2021-12-02:/সহজ-বাংলায়-silver-lining-এর-মানে/<p>ইংরেজি ভাষায় বেশ কিছু শব্দ, বাক্য কিংবা বাগধারা ব্যবহার করা হয়, যেটার বাংলা ভাষায় এক শব্দে কোনও অনুবাদ নেই। বা থাকলেও সাধারণ মানুষের জন্য খুব খটমটে। এরকম একটি concept বা ধারণা হোল “silver lining”। …</p><p>“Silver lining” এর সরাসরি(শাব্দিক) অনুবাদ করলে দাড়ায় “রূপালি আস্তরণ”, যা প্রকৃত অর্থের ধারেকাছেও না।
“Silver lining” আসলে একটা বহুল-প্রচলিত বাগধারার(“Idiom”) সংক্ষিপ্ত রূপ। ইংরেজিতে বাগধারাটি হলো “Every cloud has a silver lining” যার ভাবার্থ বাংলায় করা হয় “দুঃখের পরে সুখ আসে”। আরেক ভাবে অর্থ করা হয় যে “প্রত্যেক বিপদ-আপদের কিছু ভালো দিকও থাকে”।
এজন্য শুধু “silver lining” দিয়ে কোনও বিপদাপদ বা ক্ষতিকর জিনিসের সাথে আসা ভালো বা উপকারী দিকটিকেও বুঝানো হয়।</p>
<h2 id="_1">উদাহরণ<a class="headerlink" href="#_1" title="Permanent link">¶</a></h2>
<p>(সব চরিত্র কাল্পনিক)</p>
<p><strong>১.</strong><br>
<em>ডেভিড</em>: Losing my job had a silver lining. (“আমার চাকরি যাওয়ায় একদিক দিয়ে ভালোই হয়েছে।”)<br>
<em>মারিয়া</em>: How so? (“কিভাবে?”)<br>
<em>ডেভিড</em>: Not having the extra money helped me quit smoking, finally. (“বাড়তি পয়সা না থাকায় আমার ধূমপানের অভ্যাসটা এবার বাদ দিতে পেরেছি।”) </p>
<p><strong>২.</strong><br>
<em>দুখু মিয়া</em> : My dad got sick. What’s the silver lining in that, Asha? (“আমার বাবা অসুস্থ। আশা, এতে ভালো কি থাকতে পারে?”)<br>
<em>আশা</em> : Of course, there is. For example, this situation is going to make you more responsible. (“অবশ্যই আছে। যেমন: এই পরিস্থিতিতে তুমি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।”)</p>
<hr>
<p>যদি লেখাটি শেয়ার করতে চান, ব্রাউজারের লিংকটি শেয়ার করতে পারেন, অথবা নিচের ইমেজটি ডাউনলোড করেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ !</p>
<p><img alt="what silver-lining means in easy Bengali" src="https://i.imgur.com/C86jng8h.png"></p>