I think ... - Ad hominemhttps://blog.kmonsoor.com/2021-11-25T00:00:00+06:00সহজ বাংলায় ad hominem এর মানে2021-11-25T00:00:00+06:002021-11-25T00:00:00+06:00Khaled Monsoortag:blog.kmonsoor.com,2021-11-25:/সহজ-বাংলায়-ad-hominem-এর-মানে/<p>ইংরেজি ভাষায় বেশ কিছু শব্দ বা ধারনা অন্য কোনও ভাষা থেকে সরাসরি ব্যবহার করা হয়, কিন্তু বাংলা ভাষায় সেই শব্দ বা ধারনাটির এক শব্দে কোনও অনুবাদ নেই। বা থাকলেও সাধারণ মানুষের জন্য খুব খটমটে। এরকম একটি concept বা ধারণা হোল &ldquo;ad hominem&rdquo; যেটি ল্যাটিন ভাষা থেকে এসেছে।&nbsp;&hellip;</p><hr> <h1 id="ad-hominem-attack">ad hominem (attack)<a class="headerlink" href="#ad-hominem-attack" title="Permanent link">&para;</a></h1> <p>ল্যাটিন &lsquo;<em>argumentum ad hominem</em>&lsquo; এর ইংরেজিতে আক্ষরিক অনুবাদ হয় &lsquo;<em>to the person</em>&lsquo;। </p> <p>কিন্তু ইংরেজিতে সাধারণত সরাসরি &ldquo;<em>ad hominem</em>&rdquo; তার সাথে &ldquo;<em>attack</em>&rdquo; যোগ করা হয়।<br> যেমন: some members attacked him ad hominem; instead of discussing his proposal, they were talking about how poor he grew&nbsp;up. </p> <p>যদিও বাংলায় এটাকে &ldquo;ব্যক্তিগত আক্রমন&rdquo; বলে লেখা যায়, কিন্তু তাতে পুরোপুরি অর্থটা প্রকাশ পায় না। বরং কারো কোনও একটি প্রস্তাব, মতামত বা যুক্তিকে পাশ কাটাতে দ্বিতীয় কোনও ব্যক্তি সেই প্রস্তাব (বা মতামত) নিয়ে আলোচনা না করে, বরং সেই প্রথমজনকে ব্যক্তিগত (কিন্তু সেই মতামতের সাথে কোনও সম্পর্ক নেই) একটা বিষয়ে সমালোচনা করে, সেটাই &ldquo;ad hominem&rdquo; আক্রমণ । সেই ব্যক্তিগত আক্রমণের বিষয়টি সত্য বা মিথ্যা হতে&nbsp;পারে।</p> <h2 id="_1">উদাহরণ :<a class="headerlink" href="#_1" title="Permanent link">&para;</a></h2> <p>(সব চরিত্র&nbsp;কাল্পনিক)</p> <p><strong>১.</strong><br> <em>জয়নাল:</em> চীন আমেরিকাকে ঠকায় ১৯৮০ সালের চুক্তিতে ট্রেড সুবিধা পেয়ে।<br> <em>দিলারা:</em> জয়নাল তো ঠিকমতো ইনকাম ট্যাক্স দেয় না। আন্তর্জাতিক সম্পর্ক কি বুঝে? (<em>ad hominem</em> আক্রমণ) <br> <em>রেবেকা:</em> ১৯৮০ সালের চুক্তির পরে তো চীনে আমেরিকার ভুট্টা রপ্তানি বেড়ে দ্বিগুণ হয়েছে, তাহলে? (যুক্তি খণ্ডন, কিন্তু <em>ad hominem</em> আক্রমণ&nbsp;নয়) </p> <p><strong>২.</strong><br> <em>সলিমুদ্দিঃ</em> শুনেছি, রোজা রাখা শরীরের জন্য ভালো ।<br> <em>কলিমুদ্দিঃ</em> ধুর মিয়া, আপনে নামাজই তো পড়েন না ঠিকমতো, রোজার কি জানেন? (<em>ad hominem</em> আক্রমণ)<br> <em>রহিমুদ্দিঃ</em> যাই হোক, রোজা রাখলে শরীর তো খুব কাহিল লাগে। (প্রাসঙ্গিক আলোচনা, কিন্তু <em>ad hominem</em> আক্রমণ&nbsp;নয়) </p> <hr> <p>যদি লেখাটি শেয়ার করতে চান, ব্রাউজারের লিংকটি শেয়ার করতে পারেন, অথবা নিচের ইমেজটি ডাউনলোড করেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ&nbsp;!</p> <p><img alt="ad-hominem means in easy Bengali" src="https://i.imgur.com/tM1dXmsh.png"></p>